বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করলো পাকিস্তান

জিবি নিউজ 24 ডেস্ক //

বাংলাদেশের সাথে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলতে শনিবার (১৩ নভেম্বর) আনুমানিক সকাল ৮টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান। সোমবার (১৫ নভেম্বর) টেস্ট সিরিজের জন্য ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

২০ জনের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ স্পিনার ইয়াসির শাহ। ২ বছর পরে টেস্ট স্কোয়াডে ফিরে এলেন ওপেনার ইমাম-উল হক। ওয়েস্ট ইন্ডিজ সফরের ২১ জনের দলে থাকা ক্রিকেটারদের মধ্যে ইয়াসির ছাড়াও বাদ পড়েছেন হারিস রউফ, ইমরান বাট এবং শাহনেওয়াজ দাহানি। তাদের পরিবর্তে ইমাম ছাড়াও দলে ঢুকেছেন মিডল অর্ডার ব্যাটসম্যাম কামরান গুলাম ও অফস্পিনার বিলাল আসিফ।

 

পাকিস্তানে চলমান কায়েদে আজম ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করার কারণে দলে ফেরানো হয়েছে ইমাম-উল হককে। ৫ ইনিংসে তিনি করেছেন ৪৮৮ রান। এর মধ্যে রয়েছে একটি অপরাজিত ডাবল সেঞ্চুরির ইনিংসও। নিজের ক্যারিয়ারের ১১তম এবং শেষ টেস্ট ম্যাচটি তিনি খেলেছেন ২০১৯ সালের নভেম্বর-ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ থেকেই প্রস্তুতি শুরু করেছে বাবর আজমের দল। প্রসঙ্গতঃ ১৯, ২০ ও ২২ নভেম্বর ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে পাকিস্তান। ২৬ নভেম্বর থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। ৪ ডিসেম্বর থেকে ঢাকায় খেলা হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট।

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দুই টেস্টের প্রথমটি শুরু হবে ২৬ নভেম্বর থেকে চট্টগ্রামে। দ্বিতীয় টেস্ট মিরপুরে শুরু হবে ৪ ডিসেম্বর।

পাকিস্তানের টেস্ট স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, ফাওয়াদ আলম, ইমাম-উল-হক, কামরান গুলাম, সউদ শাকিল, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ফহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, বিলাল আসিফ, হাসান আলি, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলি, সাজিদ খান, শাহিন আফ্রিদি ও জাহিদ মাহমুদ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন