নিউইয়র্ক গিয়ে নতুন সিনেমার ঘোষণা দিলেন শাকিব

জিবি নিউজ 24 ডেস্ক //

এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সেখানে ১৬তম ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের মঞ্চে দাঁড়িয়ে নতুন সিনেমার ঘোষণা দেন তিনি।

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ভিসা পেয়ে শুক্রবার (১২ নভেম্বর) সেখানে উড়াল দেন শাকিব। সোমবার (১৪ নভেম্বর) নিউইয়র্কে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’র আসরে অংশ নেন তিনি।অনুষ্ঠানটিতে পারফর্মও করেন এই তারকা। সেসময় মঞ্চে ওঠে দর্শকদের উদ্দেশ্যে নতুন সিনেমার ঘোষণা দেন শাকিব।

 

নাম ঠিক না হওয়া এই সিনেমাটি শাকিব খান নিজেই প্রযোজনা করবেন বলে জানিয়েছেন। আর পরিচালনা করবেন যুক্তরাষ্ট্র প্রবাসী নির্মাতা হিমেল আশরাফ।

মঞ্চে ওঠে শাকিব খান বলেন, আমাদের বাংলাদেশি সিনেমা দেশের এবং বিদেশের টেকনিশিয়ান, শিল্পীদের নিয়ে এখানে (যুক্তরাষ্ট্র) বড় একটি সিনেমা করার পরিকল্পনা করেছি। কোভিড না থাকলে শুটিং হয়ে এখানে সিনেমাটি রিলিজও হয়ে যেত।

তিনি জানান, দেশি বাংলাদেশি সিনেমা বিশ্বের একেবারে শেষ প্রান্তে পর্যন্ত পৌঁছে দিতে সবসময়ই তিনি চেষ্টা করে গেছেন।

এদিকে নতুন এই সিনেমার ঘোষণা নিয়ে হিমেল আশরাফ বলেন, সিনেমাটির গল্প ও চিত্রনাট্য আমার। আগামী বছর একটি ভালো সময়ে এর ৭০ শতাংশ শুটিং হবে লাস ভেগাস, লস এলেঞ্জস, নিউইয়র্ক এবং হলিউডে। বাকি শুটিং বাংলাদেশে করবো।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন