জিবি নিউজ 24 ডেস্ক //
রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৫ নভেম্বর) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আতাউর রহমান।
ভর্তি বাণিজ্য ও ফরম পূরণে অতিরিক্ত অর্থ নেওয়াসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ৯ নভেম্বর তাকে তলব করে দুদক। ২০ সেপ্টেম্বর অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র তলব করা হয়। অধিকাংশ নথিপত্র দুদকে পৌঁছেছে বলে জানা গেছে।
এর আগে ২৯ আগস্ট দুদকের প্রধান কার্যালয় থেকে অধ্যক্ষ শাহান আরা বেগমের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন