মৌলভীবাজার প্রতিনিধি ॥
সোস্যাল এইড বাংলাদেশ এর অর্থায়নের এবং ম্যাক বাংলাদেশ মৌলভীবাজারে আয়োজনে জেলার অসহায় গরীব ভিক্ষুক প্রতিবন্দিী মানুষের পরিবারের মধ্যে কোবিড-১৯ পরিবর্তী পুর্ণবাসনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল (১৮নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ২০ কেজি চাল,২ কেজি ভোজ্যতৈল,২ কেজি আটা,২ কেজি ডাল।
ম্যাক বাংলাদেশ এর পরিচালক এস,এ হামিদ সভাপতিত্বে অসহায় পরিবারে মধ্যে খাদ্য সমাগ্রী বিতরণ করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত ।
বিতরন অনুষ্ঠানে বক্তব্য কালাপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান,কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ সিদ্দিকী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আছাদুজ্ঝামান,নজরুল ইসলাম মুহিব প্রমুখ। পরে অতিথিরা জেলার ৩১০টি পরিবারের অসহায় গরীব ভিক্ষুক প্রতিবন্দিী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেন। ত্রান সামগ্রী পেয়ে অসহায় মানুষের মধ্যে হাসি ফুটে। অনেকে তাদের প্রতিক্রিয়ায় সরকার,ত্রাতা সংস্থা ও আয়োজনকারীদের কৃতঞ্জতা প্রকাশ করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন