ইবনে জামান, ঢাকা।।১৯ নভেম্বর:
আজ ১৯ নভেম্বর,২০২১( শুক্রবার) হবিগঞ্জ এসোসিয়েশন,ঢাকা'র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা: কামরুল হাসান তরফদার-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড: সৈয়দ শাহ এমরান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় সংগঠনের কোষাধ্যক্ষ রিপন কবীর লস্কর ও সাংগঠনিক সম্পাদক মোঃ: জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক আঃ ফ ম সিরাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সেলিম মিয়া চৌধুরী, অশোক মাধব রায়, আনোয়ার হোসেন চৌধুরী, মোঃ: ফারুকুজ্জামান, মাহবুব আলম মালু, জয়ন্ত কুমার দেব, সেলিম চৌধুরী, জাহাঙ্গীর ভূঁইয়া, ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, ইবনে জামান শামছু, এডভোকেট শামছুল আলম কবীর, হাফিজুর রহমান, নেওয়াজ চৌধুরী, এডভোকেট মো: আলমগীর, রেজাউল হাসান তরফদার, আতাউর রহমান ইমরান, আহাদ উদ্দিন চৌধুরী, এডভোকেট আফসার উদ্দিন চৌধুরী, এমাদ আহমেদ মোর্তজা, তোফায়েল আহমেদ তপু, সফিউল ইসলাম রায়হান, এ এস এম কামরুজ্জামান, প্রশান্ত কুমার দেব, পারভেজ চৌধুরী, আব্দুল মান্নানসহ কার্যনির্বাহী কমিটির উল্লেখযোগ্য স্্খ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় গত সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। সংগঠনের গঠনতন্ত্র পরিবর্তন ও স্্শোধন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একটি সাধারণ সভা কিংবা বর্ধিত সভা করে স্্শোধিত গঠনতন্ত্র অনুমোদন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের ওয়েবসাইট তৈরির অগ্রগতি বিষয়ে সাধারণ সম্পাদক সভায় উপস্থিত সকলকে অবহিত করেন।
সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আজীবন সদস্য ফি ৩,০০০/- টাকা থাকবে এবং সাধারণ সদস্য ফি বার্ষিক ২০০/-টাকা কার্যকর থাকবে এর পর থেকে আজীবন সদস্য ফি ৫,০০০/-:টাকা ও সাধারণ সদস্য ফি বার্ষিক ৫০০/-টাকা কার্যকর হবে। সংগঠন পরিচালনার খরচ
নির্বাহের জন্য কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ মাসিক চাঁদা দেওয়ার বিষয়ে আলোচনা হয়। তবে এ ব্যাপারে আগামী সভায় সিদ্ধান্ত গৃহীত হবে বলে সভাপতি তাঁর বক্তব্যে বলেন। সভায় একটি স্মরণিকা প্রকাশের ব্যাপারেও আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন