জিবি নিউজ ডেস্ক ।।
মৌলভীবাজারের কমলগঞ্জের ছড়া থেকে এক চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে পশ্চিম লাইনের পাহাড়ি ছড়ার আমঘাট নামক স্থান থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুরের পাত্রখোলা চা বাগান এর পশ্চিম লাইন এলাকার বাগানের পঞ্চায়েত কমিটির সদস্য বাচ্চু মিয়ার ছেলে রাসেল মিয়া (২৮ ) বাড়ী থেকে বের হয়ে রাস দেখতে গিয়ে আর বাড়ি ফিরেনি।
পরেদিন দুপুরে এলাকাবাসী পশ্চিম লাইনের পাহাড়ি ছড়ার আমঘাট নামক স্থানে মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা বাচ্চু মিয়া বলেন, রাস দেখার কথা বলে গেলে বাড়ি ফিরেনি। ছড়া থেকে আমার ছেলের রক্তাক্ত অবস্থায় লাশ পাওয়া যায়। তার ঘার মটকানো নাকে মুখে রক্তের ছাপ রয়েছে। পূর্বের বিরোধের জেরেই ছেলেকে হত্যা করা হয়েছে। পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি দেবাশীষ চক্রবর্ত্তী শিপন জানান, রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। এটা পূর্বপরিকল্পিত হতে পারে
কমলগঞ্জ থানার ওসি তদন্ত সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চা শ্রমিকের লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
এটি হত্যা না অন্য কিছু ময়না তদন্তের রির্পোট আসার পর তদন্তক্রমে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন