খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার বাংলাদেশ ন্যাপ'র আহ্বান

gbn


বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য জামিন দিয়ে দ্রুত বিদেশে যাওয়ার অনুমতি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, দেশের প্রত্যেক নাগরিকেরই চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। দেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে মানবিক দিক বিবেচনা করে এবং নাগরিক হিসেবে তাকে তার পরিবার ও দলীয় তত্ত¡াবধানে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া জরুরী প্রয়োজন বলে আমরা মনে করি।

শনিবার (২০ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

তারা বলেন, খালেদা জিয়ার জীবন রক্ষায় মানবিক বিবেচনায় অতিদ্রুত সরকারকে এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। যে নির্বাহী আদেশে সরকার তার দন্ড স্থগিত রেখেছে এখন একই ধরনের নির্বাহী আদেশে তাকে বিদেশে উচ্চতর চিকিৎসার সুযোগও দেয়া উচিত। রাজনৈতিক সদিচ্ছা ও সিদ্ধান্ত থাকলে আইনি মারপ্যাঁচ কোনও সমস্যা নয়।

নেতৃদ্বয় বলেন, দেশের সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের স্ত্রী ও বহু গণতান্ত্রিক আন্দোলনের একজন নেত্রী, দেশের প্রবীণ রাজনীতিক খালেদা জিয়ার  চিকিৎসায় কোন অজুহাত সৃষ্টি করে তথাকথিত আইনের দোহাই দিয়ে বিদেশ প্রেরণে বাধা সৃষ্টি করার সরকারের অপকৌশল বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। মানবতা কোনও করুণার বিষয় নয়। সরকারকে অবশ্যই ‘মানবীয়’' হওয়া উচিত। প্রতিশোধ পরায়নতা, প্রতিহিংসা বা নির্মমতা দিয়ে মানবিক সমাজ বিনির্মাণ করা সম্ভব নয়।

তারা বলেন, খালেদা জিয়া বাংলাদেশের একজন প্রবীন নাগরিক হিসেবে দেশের অন্যতম প্রধান একটি দলের নেতা ও কয়েকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে যেকোনও বিচারেই জরুরিভিত্তিতে সুচিকিৎসা পাওয়ার অধিকারী। সরকারের পক্ষ থেকে একজন জাতীয় নেত্রীকে উন্নত চিকিৎসার ব্যাপারে যে অমানবিক আচরণ করা হচ্ছে তা মোটেই গ্রহণযোগ্য নয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন