জিবি নিউজ 24 ডেস্ক //
সম্প্রতি সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হয়েছেন বলিউডের ‘ডিম্পল গার্ল’ প্রীতি জিন্তা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় হঠাৎই সারপ্রাইজ দেন তিনি। এবার জানা গেলো আরো এক নতুন খবর। আবারো সিনেমায় ফিরছেন প্রীতি। শোনা যাচ্ছে, আগামী বছরই নতুন ছবির শুটিং শুরু করবেন অভিনেত্রী।
সূত্রের খবর অনুযায়ী, পরিচালক দানিশ রেনজুরের নতুন ছবি দিয়েই নাকি বলিউডে কামব্য়াক করতে চলেছেন প্রীতি জিন্তা।
জানা গেছে, ছবির শুটিং হবে কাশ্মীরে। কাশ্মীরি এক মহিলার চরিত্রে দেখা যাবে প্রীতিকে। মেয়ে ও মায়ের সম্পর্ক নিয়েই তৈরি হবে প্রীতির কামব্যাক ছবির গল্প। তবে প্রীতি ছাড়া এই ছবিতে আর কোন অভিনেতারা থাকবেন তা নিয়ে মুখ খুলতে চাননি ছবির টিম।
১৯৯৮ সালে মণিরত্নমের ‘দিল সে’ সিনেমা দিয়ে যাত্রা শুরু প্রীতির। তখন থেকেই প্রীতি জিন্তার টোল পড়া গালে পাগল হয়েছিলেন পুরুষ অনুরাগীরা। তারপর তো এই মিষ্টি নায়িকাকে ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়েছিলো বলিপাড়ায়। একের পর ছবিতে দুর্দান্ত অভিনয় করে বক্স অফিসকেও হাতের মুঠোয় পুরে ফেলেছিলেন প্রীতি।
তারপর হঠাৎ আড়ালে চলে যান। জানা যায় মার্কিন নাগরিক জেনে গুডএনাফকে বিয়ে করে সংসারী হয়েছেন। এর কিছুদিন পর মুম্বাইয়ে ফিরলেন, তবে সিনেমার জন্য নয়। বরং আইপিএলে ক্রিকেট দল কিনে খেলার জগতের সঙ্গে যুক্ত হলেন তিনি। তারপর থেকেই সিনেমার প্রীতি হয়ে গেলেন ক্রিকেটের মানুষ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন