আরো ১৮ লাখ ফাইজারের টিকা দিলো যুক্তরাষ্ট্র

জিবি নিউজ 24 ডেস্ক //

বাংলাদেশকে করোনাভাইরাসের আরো ১৮ লাখ ডোজ ফাইজারের টিকা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৩ নভেম্বর) ঢাকায় মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশকে বিনামূল্যে ১.৮ মিলিয়ন ফাইজারের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে দেওয়া টিকার পরিমাণ দাঁড়াল ১৬ দশমিক ৮ মিলিয়ন। এর বাইরে আরো কয়েক মিলিয়ন টিকা বাংলাদেশকে দেবে যুক্তরাষ্ট্র।

 

করোনাভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এখন পর্যন্ত ১২১ মিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে বলেও জানায় দূতাবাস।

দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশের পাশে থাকার জন্য যুক্তরাষ্ট্র টিকার কোল্ড-চেইন স্টোরেজ, পরিবহন এবং ডেলিভারি সহায়তার পাশাপাশি জীবন রক্ষাকারী টিকা সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে গত ১০ নভেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) অ্যান্টনি ব্লিনকেনের সঞ্চালনায় কোভিড-১৯ বিষয়ে ভার্চুয়ালি এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশকে আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন