করোনা: লকডাউনে যাচ্ছে উত্তর পূর্ব ইংল্যান্ড: রাত ১০টার পর কারফিউ

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

করোনা পরিস্থিতির অবনতি ঘটতে থাকায় উত্তর পূর্ব ইংল্যান্ডের বেশ কয়েকটি কাউন্সিল লকডাউনে যাচ্ছে। এসকল এলাকায় আরোপ করা হয়েছে বেশ কিছু বিধি নিষেধ। ফলে ২ মিলিয়নের বেশি মানুষ অতিরিক্ত বিধিনিষেধের আওতায় আসবেন।

এরফলে স্থানীয় বাসিন্দারা বাড়ীর বাইরের কারো সাথে মিশতে পারবে না। এমন কি বন্ধু বান্ধবের দেখা করা কিংবা সামাজিক যোগাযোগ বন্ধ করা হয়েছে। তাছাড়া রেস্টুরেন্ট ও পাব সমূহকে রাত ১০টার মধ্যে বন্ধের নিদের্শ দেয়া হয়েছে। শুধুমাত্র সিটি কাস্টমারদের খাবার পরিবেশনের সুযোগ থাকবে।
আজ মধ্য রাত থেকে যেসকল এলাকায় এই নিদের্শনা জারি হচ্ছে সেগুলো হচ্ছে নর্থাাম্বারল্যান্ড, নিউক্যাসল, সান্ডারল্যান্ড, নর্থ ও সাউথ টাইনেসাইড, গাটশেড এবং কাউন্টি ডরহাম কাউন্সিল এলাকা।

হেলথ সেক্রেটারী এসকল এলাকায় করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছে, সান্ডারল্যান্ডে প্রতি ১০০ হাজার মানুষের মধ্যে ১০৩ আক্রান্ত হয়েছে। অন্যদিকে সাউথ টাইনেসাইড, গেটসহেড এবং নিউক্যাসল এলাকায় ৭০ জন করে আক্রান্ত।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন