ভিকি-ক্যাটরিনার বিয়েতে মোবাইল নিষিদ্ধ!

জিবি নিউজ 24 ডেস্ক //

চলতি বছরের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তবে এ নিয়ে এখনো মুখ খোলেননি দু’জনের কেউ-ই। কিন্তু তবুও একে একে তাদের বিয়ের সব গোপন খবর বেরিয়ে আসছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রাজস্থানের এক বিলাসবহুল দুর্গে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন ভিকি-ক্যাটরিনা। বিয়ের ছবি ও ভিডিও আপাতত গোপন রাখতে চাচ্ছেন তারা। যেজন্য অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মোবাইল ব্যবহার একেবারে নিষিদ্ধ করা হয়েছে। যাতে কেউ ছবি তুলতে না পারেন।

 

এই তারকাদ্বয়ের ঘনিষ্ঠ সূত্র জানায়, দুই পরিবারের সদস্যের সঙ্গে ও বলিউডে নিজেদের ঘনিষ্ঠজনদের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছেন ভিকি-ক্যাটরিনা। বিয়ের সমস্ত ছবি যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, যেজন্য তারা বিয়েবাড়িতে মোবাইল নিষিদ্ধ করেছেন।

কেউ যেন ক্যাটরিনা ও ভিকির নির্দেশ ছাড়া কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে না পারে, সে বিষয়েও নাকি ইভেন্ট ম্যানেজম্যান্ট কোম্পানিকে দেওয়া হয়েছে কড়া নির্দেশনা। একই সঙ্গে বিয়ের অনুষ্ঠানের নিরাপত্তার জন্য নিয়োগ দেওয়া হচ্ছে ১৫০ কর্মী!

বলিউডে গুঞ্জন, ডিসেম্বরের ৭ থেকে ১২ তারিখ পর্যন্ত ধুমধাম করে ভিকি-ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠান চলবে। এ বিয়েতে বলিউডের অনেক তারকাই উপস্থিত থাকবেন। অতিথির তালিকায় নাকি রয়েছেন প্রযোজক-নির্মাতা করণ জোহর, আলী আব্বাস জাফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেঠি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি এবং বরুণ ধাওয়ানের মতো তারকারা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন