শাহরিয়ার খাঁন সাকিব, মৌলভীবাজার : মৌলভীবাজারের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মৌলভীবাজার ছাত্র কমিউনিটির প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ই সেপ্টেম্বর) বিকাল ৩ টায় মৌলভীবাজার শহরের অভিজাত দিল্লী রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আশরাফ চৌধুরী সাব্বিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনি আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, মৌলভীবাজার জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক, শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, মুন্না ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক তাহের মিয়া মুন্না।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্কিল আইটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ তারেক আহমেদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগ নেতা জিহান চৌধুরী, শাহ বন্দর যুব সংস্থার সাধারণ সম্পাদক আতাউর রহমান ইকতিয়ার, ঊষার আলো সমাজকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুল ইসলাম মান্না, সহ-সভাপতি নাঈম আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক এসএন সাকিব, বন্ধুনীড় সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম হাবিবুর রহমান হাবিব, সিলেটপ্রেস বিডি ডটকমকের স্টাফ রিপোর্টার শাহরিয়ার খাঁন সাকিব, সাংবাদিক ও ক্ষুদে বিজ্ঞানী এসএম গোলাম কিবরিয়া প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন