বাংলাদেশে উগ্রবাদ-সন্ত্রাসবাদের মদত দিচ্ছে পাকিস্তান: সনাক

জিবি নিউজ 24 ডেস্ক //

বাংলাদেশে উগ্রবাদ-সন্ত্রাসবাদের মদত দিচ্ছে পাকিস্তান। তারা এখনো মুক্তিযুদ্ধের ঘটনায় বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি। তাই তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা যায় না।

শুক্রবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

 

“জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ রুখে দাঁড়াও” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাই হামলাসহ অন্যান্য হামলার প্রতিবাদে এ আলোচনা সভার আয়োজন করে সনাক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার বলেন, এ উপমহাদেশের অর্থনৈতিক জোটের ক্ষমতা অনেক বেশি, কিন্তু পাকিস্তানের এ উগ্রবাদের কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। তাই মুম্বাইয়ে হামলা হলে এটা ভাবার কোনো অবকাশ নেই যে, এটা তো ভারতে ঘটেছে, তাতে আমাদের কী!

তিনি বলেন, একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতেই পাকিস্তান ধীরে ধীরে উগ্রবাদের দিকে ধাবিত হচ্ছে। স্বাধীনতার ৫০ বছর পর বাংলাদেশ পাকিস্তানের তুলনায় রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় দিক থেকে সফল। পাকিস্তানের উগ্রবাদ, ধর্মান্ধতার কারণে তারা পিছিয়ে যাচ্ছে। এর নেতৃত্ব দেয় পাকিস্তানের সেনাবাহিনী ও মোল্লাবাহিনী।

তিনি বলেন, পাকিস্তানের জনগণের প্রতি আমরা আহ্বান জানাই, আপনাদের এই মোল্লাতন্ত্র, সামরিকতন্ত্র আপনারা প্রত্যাখ্যান করুন। বাংলাদেশে গণহত্যার পেছনে দায়ীদের বিচার করুন, আমাদের সম্পদের ক্ষতিপূরণ দিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভুইয়া বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি আমরা, এখনো পাকিস্তান আমাদের কাছে ক্ষমা চায়নি। অথচ তাদের প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে আসার কারণে গণমাধ্যমগুলোতে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কে একটি সুবাতাসের আভাস পেয়েছিলাম। তারা তো আমাদের কাছে ক্ষমা চায়নি, আমরা কেন তাদের সাথে সুসম্পর্ক রাখতে যাবো?

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন