ছাতক এডুকেশন ট্রাস্টের নতুন কমিটি গঠন

জিবি নিউজ 24 ডেস্ক //

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে গঠিত ‘ ছাতক এডুকেশন ট্রাস্ট’ এর দ্বি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত ২২ নভেম্বর সোমবার। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের ট্রাস্টিরা অংশনেন।

পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্ট আয়োজিত সম্মেলনে অন্য কোন প্যানেল না থাকায় নতুন কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আলতাফুর রহমান মোজাহিদ, এসময় উপস্থিত ছিলেন সহকারি দুই নির্বাচন কমিশনার আশিকুর রহমান আশিক ও আকতার হোসেন।

নতুন কমিটির সদস্যরা হচ্ছেন সভাপতি নুরুল ইসলাম এমবিই, সহ সভাপতি শাকুর আলী, মো: আছকর আলী, মো: আতাউর রহমান আনসার, আব্দুল করিম খয়ের, আতাউর রহমান ইমদাদ, জাহানারা বেগম, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সহ সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান, জয়নাল আবেদিন, ট্রেজারার আতিকুর রহমান সুহেব, সহ ট্রেজারার আবুল আকলাখ শামীম, সাংগঠনিক সম্পাদক রশিদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, মো: আবু সাঈদ লিলু, মেম্বারসীপ সেক্রেটারী নূরুজ্জামান বাবু, প্রচার সম্পাদক মো: ময়না সাব্বির, কার্যকরি কমিটি সদস্য আরমান আলী, মশাহিদ আলী, তাজ উদ্দিন, আবুল হোসেন আবুল, জাকির কাবেরি।

বর্তমানে ২৩ সদস্য বিশিষ্ট আশিংক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি পরবর্তীতে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি মো: ফজল উদ্দিন, সাধারণ সম্পাদক আরমান আলী, ট্রেজারার মোশাহিদ আলী, কমিউনিটি নেতা রফিক হায়দার, আব্দুল দয়াছ, ট্রাস্টি আশিকুর রহমান, শাকুর আলী, আব্দুস সুবহান, আকলাকুর রহমান চৌধুরী, রশিদ আহমদ, মুজিবুর রহমান, রইছ আলী, গয়াছ মিয়া, আকতার আলী, আমিনুর রহমান তালুকদার রাজা, নওয়াব আলী, মো: ইমদাদুল হক তালুকদার, মো: আসকর আলী, এবায়দুর রহমান, মাহবুব আলী মামুন, মো: আব্দুর রউফ, আবুল আখলাক শামীম, জয়নাল আবেদিন, আব্দুল করিম খয়ের, তাজ উদ্দিন, সাদেক মিয়া, জামিলুর রহমান সাত্তার, আতিকুর রহমান সুয়েব, মো: সাব্বির ময়না, মো: আবু সাঈদ, ফয়জুর রহমান, ফারুক চৌধুরী, সৈয়দ আমিরুল ইসলাম, জাকির কাবেরি, জুনেদ মিয়া কবির, মো: মিজানুর রহমান, আলমাছ আলী, আতাউ রহমান ইমদাদ, মিজানুর রহমান হিরু, আতাউ রহমান আনসার, মো: আদনান মিয়া, রাজু ইসলাম, সাজ্জাদ মিয়া, আনছার মিয়া, মুহিবুর রহমান রায়হান, মো: আব্দুল মতিন, নূর উদ্দিন, শাহ ফরিদ, আবুল হোসেন আবুল, মো: হাবিুর রহমান লিটন, শাহ ফাহিদ।

সভার শেষ পর্যায়ে নতুন কমিটিকে ফুলে তোড়া দিয়ে স্বাগত জানান সদ্য বিদায়ী কমিটির সদস্যরা।
বক্তারা আশা করছেন নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি আরো গতিশীল হবে।
একই সাথে সভায় ছাতক এডুকেশন ট্রাস্ট প্রতিষ্ঠার সাথে জড়িত সকল প্রয়াত সদস্যদের শ্রদ্ধার সাথে স্বরণ করা হয়, এবং জীবিতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সভায় সাবেক প্রধান উপদেস্টা প্রয়াত গিয়াস মিয়া ও তার মেয়ে লাজু রহমানের বিদেহী আত্মার মাগফেরাত করা হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন