কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বসতঘরের তীরের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় অষ্টমী বৈদ্য (২১) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ভোরে উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর চা বাগানে এ ঘটনা ঘটে। তিনি একই এলাকার চা শ্রমিক জগলাল বৈদ্যর মেয়ে। সকালে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে তার রুমে গেলে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফজলে এলাহী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন