জিবি নিউজ 24 ডেস্ক //
জনপ্রিয় ও পুরনো ব্যান্ডদল ‘মাইলস’-এর সঙ্গে আবারও সম্পর্ক ছিন্ন করলেন দলটির মেইন ভোকাল ও গিটারিস্ট শাফিন আহমেদ। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় এ কথা জানান গায়ক। বলেন, ‘মাইলস’-এর বর্তমান লাইন আপের সঙ্গে তিনি আর যুক্ত থাকছেন না।
ভিডিও বার্তায় শাফিন আহমেদ বলেন, ‘এ বছরের শুরুতে আমি সিদ্ধান্ত নিই, মাইলসের বর্তমান লাইন আপের সঙ্গে আমার পক্ষে মিউজিকের কোনো কার্যক্রম করা সম্ভব হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এই লাইন আপের সঙ্গে মিউজিক করা থেকে বিরত থাকবো।’
এর আগে ২০১৭ সালের অক্টোবরে তিনি একবার ব্যান্ডটি ছাড়ার ঘোষণা দেন। এর কয়েকমাস পর দ্বন্দ্ব ভুলে ফের ব্যান্ডে ফিরেছিলেন। তারও আগে ২০১০ সালের শুরুর দিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ব্যান্ড থেকে সরে দাঁড়ান। আবার ফিরেও আসেন।
ফরিদ রশিদের হাত ধরে ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয় মাইলস। ওই বছরই দলটিতে যোগ যোগ দিয়েছিলেন শাফিন আহমেদ। ‘মাইলস’-এর হয়ে তিনি ‘চাঁদ তারা সূর্য’, ‘ফিরিয়ে দাও’, ‘ধিকি ধিকি’, ‘জ্বালা জ্বালা’, ‘শেষ ঠিকানা’, ‘পিয়াসী মন’সহ বহু হিট গান উপহার দিয়েছেন শাফিন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন