জিবি নিউজ 24 ডেস্ক //
একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শেষ হয়েছে। রোববার (২৮ নভেম্বর) দুপুরে এ অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশ পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর পর তিনি অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। এ অধিবেশন মোট নয় কার্যদিবস চলে।
গত ১৪ নভেম্বর সংসদের এ অধিবেশন শুরু হয়েছিলো। অধিবেশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।
গত ২৪ নভেম্বর আলোচনার শুরুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্মারক বক্তৃতা দেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ আলোচনার প্রস্তাব উপস্থাপন করেন। ২৪ ও ২৫ নভেম্বর এ বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।
এর আগে ইউনেস্কো কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনোমিকস’ প্রবর্তন করায় সংস্থাটিকে ধন্যবাদ জানিয়ে কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধিতে সাধারণ আলোচনা হয়।
সংসদের এ অধিবেশনে নয়টি বিল উত্থাপন হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন