জিবি নিউজ 24 ডেস্ক //
৫ম ধাপে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদে ৩১ জন প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক বরাবরে জীবনবৃত্তান্তসহ লিখিত আবেদন জমা দিয়েছেন।
মনোনয়ন প্রত্যাশীদের আবেদনপত্র জমা দেয়ার শেষ দিন সোমবার বিকাল ৩টা পর্যন্ত ভানুগাছ বাজার চৌমুহনাস্থ আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্তসহ লিখিত আবেদন জমা দেন।
বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মো. সানোয়ার হোসেন বলেন, কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের নৌকা প্রতীকের জন্য মোট ৩১ জন প্রার্থী আবেদন করেছেন।
উল্লেখ্য, ৫ম ধাপে আগামী ৫ জানুয়ারি কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ ডিসেম্বর।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন