মৌলভীবাজার সদর ও রাজনগরে নৌকার মনোনয়ন পেলেন যারা

এস এম ফজলুঃ

আসন্ন ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের দলীয় মনোনয়ন প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। মৌলভীবাজার সদর উপজেলা ও রাজনগর উপজেলায় যারা নৌকা মার্কার দলীয় প্রতিক পেলেন। মৌলভীবাজার সদর: • ১নং খলিলপুর : মোঃ অলিউর রহমান। • ২নং মনুমুখ : এমদাদ হোসেন। • ৩নং কামালপুর : মোঃ আব্দুর রহমান। • ৪নং আপার কাগাবলা: মোঃ মুজিবুর রহমান। • ৫নং আখাইলকুড়া : শেখ মোঃ বদরুজ্জামান চুনু। • ৬নং একাটুনা: মোঃ আবু সুফিয়ান। • ৭নং চাঁদনীঘাট: আখতার উদ্দীন। • ৮নং কনকপুর: জুবায়ের আহমদ। • ৯ নং আমতৈল: মোঃ মখলিছুর রহমান। • ১০ নং নাজিরাবাদ: মোঃ আশিকুর রহমান। • ১১ নং মোস্তফাপুর: মোঃ খসরু আহমদ। • ১২ নং গিয়াসনগর: মোঃ ছুরুক মিয়া। রাজনগর উপজেলা: • ১নং ফতেপুর: মোঃ বখতিয়ার উদ্দীন। • ২নং উত্তরভাগ: মোঃ সোহেল আলম। • ৩নং মুন্সিবাজার: ছালেক মিয়া। • ৪নং পাঁচগাঁও : মোঃ সিরাজুল ইসলাম। • ৫নং রাজনগর: মোঃ রেজাউল করিম সোহেল। • ৬নং টেংরা: মোহাম্মদ মাহমুদ উদ্দীন। • ৭নং কামারচাক: মোঃ নাজমুল হক। • ৮নং মনসুরনগর: মিলন বখত।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন