আরব আমিরাত প্রতিনিধি
মোহাম্মদ সেলিম
গতকাল (২৬ নভেম্বর) শুক্রবার আমিরাতের আজমানের নয়া সানাইয়া এলাকায় বাংলাদেশি মালিকানাধীন এম এম গ্রুপের ( MM GROUP) শো-রুম উদ্বোধন করা হয়
প্রতিষ্ঠানটি উদ্বোধনে আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, দুবাই কনসাল জেনারেল বি এম জামাল হোসেন,প্রতিস্টানের চেয়ারম্যান মোসারফ হোসেন ফারুক ,ওয়াল্ড সিআইপি এসোসিয়েশন এর সভাপতি, আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মোঃ মাহাতাবুর রহমান নাসির সিআইপি, আজমান সিভিল ডিফেন্স এর কর্মকর্তা আব্দুল আজিজ মাতরুসী, মেজর আহমেদ আলি ইয়ামি, টোকিও সেট গ্রুপের চেয়ারম্যান মাহাবুবুল হক মানিক সিআইপি, স্টার গোল্ড গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম সিআইপি,বিসিস্ট ব্যবসায়ী জাকির হোসেন ,সাফায়েত সিকদার মোহাম্মদ আবদুল আওয়াল ,মুকবুল হোসেন ,ফিরোজ সরকার ,আবুল কালাম ,তারেক হোসেন ,মাসুদ সরকার,রিগান সরকার সহ কমিউনিটির নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আজমান জার্ফ আল কাসেল রেস্টুরেন্ট হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা ও ডিনার পার্টির আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও কমিউনিটিনেতা ইসমাইল গণি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন