পরীমনিকে যৌন হয়রানি: নারাজির আদেশ ১৩ ডিসেম্বর

জিবি নিউজ 24 ডেস্ক //

মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

বুধবার (১ ডিসেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে তিনি এ নারাজি দেন। তবে এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

 

এদিন এ মামলার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। এজন্য পরীমনি আদালতে উপস্থিত হয়ে আদালতে অভিযোগপত্রের ওপর নারাজি দেন। অপর দিকে নাসির ও অমি আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন।

এ সময় পরিমনির আইনজীবী নীলাঞ্জানা রিফাত জামিনের বিরোধিতা করে বলেন, আসামিরা জামিনের পর পরীমনিকে ভয়ভীতি দেখিয়েছে। আমরা আসামি নাসির ও অমির জামিন বাতিলের আবেদন করছি। এছাড়া মামলার কিছু গুরুত্বপূর্ণ সাক্ষী, সিসি ফুটেজ কয়েকজনের সাক্ষী তদন্তে উঠে আসেনি। তাই আমরা চার্জশিটের ওপর নারাজি দিয়েছি।

অন্যদিকে নাসির ও অমির জামিন শুনানিতে তার আইনজীবীরা বলেন, জামিনের কোন শর্তভঙ্গ করেনি তারা। তাই তাদের জামিন আবেদন করছি।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

গত ৬ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কামাল হোসেন আদালতে এ অভিযোগ পত্র জমা দেন। এ মামলার অপর আসামি শহিদুল আলম পলাতক রয়েছে।

এর আগে, ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে পরীমনি সাভার থানায় মামলা করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন