ওমিক্রন নিয়ে আমরা সতর্ক, প্যানিক করবো না: স্বাস্থ্যমন্ত্রী

জিবি নিউজ 24 ডেস্ক //

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে সব দেশই চিন্তিত। এ বিষয়ে আমরাও সতর্ক, কিন্তু আমরা প্যানিক করবো না।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী যাত্রীদের টেস্টিং ফ্যাসিলিটিস পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা জানতে পেরেছি, এটা খুব দ্রুত ছড়িয়ে যায়। সংক্রমণ হলেও এর লক্ষণ মৃদু। লক্ষণগুলো ডেল্টার মতো ভয়ানক নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যখন আমরা সম্পূর্ণ প্রতিবেদন পেয়ে যাব, আপনাদের জানিয়ে দেবো। সে পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে। মাস্ক পরতে হবে। অনেকে ভ্যাকসিন নিতে আসে না। আমরা আহ্বান জানানো ভ্যাকসিন আপনারা নেবেন। আমাদের কাছে এখনো ৪ কোটি ভ্যাকসিন আছে। ভ্যাকসিনের কোনো অভাব নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা ২৪০ জনকে খুঁজে বের করতে স্থানীয় প্রশাসন কাজ করছে। এটা এক মাস আগের কথা, তারপরও আমরা ছাড়ছি না। সবাইকে খুঁজে বের করবো।

তিন-চারদিনের মধ্যেই বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব স্থানান্তর করে পরীক্ষা শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের এখানে যেহেতু জায়গা অনেক বেশি, সেহেতু টেস্টের পরিসর বাড়ানো হবে। ওমিক্রন যে অঞ্চলে শনাক্ত হয়েছে, সেই আফ্রিকা থেকে কেউ দেশে এলে তাকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার যে ব্যবস্থা করা হয়েছে।

করোনা চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, আমরা সব কিছু ভালো করার চেষ্টা করছি। মৃত্যুর হার এক-দুইয়ে আছে। ভ্যাকসিনেশন কার্যক্রম খুবই গতি লাভ করেছে। টার্গেটেড পপুলেশনের ৫০ শতাংশ লোক ভ্যাকসিনেটেড হয়ে গেছে। মৃত্যু ও সংক্রমণের সংখ্যা কমে গেছে। ফলে আমাদের দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ভালো আছে। বাংলাদেশ ভালো ইমেজ বিদেশে তৈরি হয়েছে, বাংলাদেশের ওপর কোনো জায়গায় নিষেধাজ্ঞা নেই। সব দিক থেকে ভালো আছি।

করোনার বুস্টার ডোজ প্রসঙ্গে তিনি বলেন, বুস্টার ডোজের ঘোষণা আমরা দিয়েছি। এ জন্য পরিকল্পনা লাগবে। সেটা হতে যেটুকু সময় লাগে, তারপর আমরা কাজ শুরু করে দেবো।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়াসহ স্বাস্থ্য অধিদপ্তর অন্যন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন