ভয়ংকর ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে জেলায় জেলায় সতর্কবার্তা

জিবি নিউজ 24 ডেস্ক //

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে জেলায় জেলায় সতর্ক বার্তা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

ইতিমধ্যেই সকল বিভাগের স্বাস্থ্য পরিচালক, সকল জেলার সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ১৫ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তা করোনা মোকাবিলায় গঠিত জেলা কমিটিগুলোকে চিঠি দিয়ে কার্যকর করার কথা জানিয়ে দেয়া হয়েছে। কমিটিগুলো এই নিয়ে কাজও শুরু করেছে।

 

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমিক্রন নিয়ে সবাই একটু চিন্তিত। আমরাও সতর্ক। কিন্তু আমরা প্যানিক করবো না। গতকালই জানা গেছে, করোনার এই ধরন প্রতিবেশী ভারতেও ধরা পড়েছে।

এ বিষয়ে জেলা কমিটির সদস্য সচিব সাতক্ষীরা জেলার সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত বলেন, আমাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে। ১লা ডিসেম্বর এই বিষয়ে ভার্চ্যুয়ালি সভাও হয়েছে। সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। আফ্রিকা, সাউথ আফ্রিকা থেকে আসলে নজরদারি বাড়াতে বলেছে। স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনাগুলো কমিটিগুলোকে জানিয়ে দেয়া হয়েছে। এই বিষয়ে কমিটিগুলো কাজ শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।

কুড়িগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান এ ব্যাপারে বলেন, নির্দেশনা পেয়েছি। ওমিক্রন করোনারই চলমান প্রক্রিয়া। বুধবার জেলা কমিটির সঙ্গে এই বিষয়ে বৈঠকও হয়েছে। সতর্ক অবস্থায় আছি। সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে। স্বাস্থ্যবিধি মানার কথা বলা হয়েছে।

এদিকে, করোনার নতুন ধরন আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে বিশ্বব্যাপী সতর্ক অবস্থা চলছে। বাংলাদেশেও ওমিক্রন ঠেকাতে দেশের স্বাস্থ্যখাত দেশব্যাপী ১৫টি নির্দেশনা দিয়েছে। এসব নির্দেশনা সব জেলায় পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন