লঘুচাপের কারণে বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

ডিসেম্বরের প্রথম সপ্তাহে যেখানে তাপমাত্রা ক্রমশই কমে যাওয়ার কথা, সেখানে রাতের তাপমাত্রা বাড়ছে। এর কারণ হিসেবে আবহাওয়াবিদরা দায়ী করছে, সাগরের লঘুচাপকে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মধ্য আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি বর্তমানে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

 

আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এরপর তাপমাত্রা কমে আসবে।

বৃহস্পতিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করারা হয়েছে টেকনাফে, ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করারা হয়েছে যথাক্রমে ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও ১৮ ডিগ্রি সেলসিয়াস।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন