ওমিক্রন মোকাবিলার প্রস্তুতি জোরদারের আহ্বান বিশ্বস্বাস্থ্য সংস্থার

জিবি নিউজ 24 ডেস্ক //

করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ায় এর মোকাবিলায় প্রস্তুতি জোরদারের আহ্বান জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশেষ করে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় এ অঞ্চলের দেশগুলোর স্বাস্থ্যসেবা ব্যবস্থা জোরদার ও জনগণকে সম্পূর্ণরূপে টিকাদানের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) এক বিবৃতিতে ডব্লিউএইচওর পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে। ডব্লিউএইচওর প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলের আঞ্চলিক পরিচালক তাকেশি কাসাই ভার্চুয়াল এক মিডিয়া ব্রিফিংয়ে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে শুধুমাত্র সীমান্ত বন্ধের মতো পদক্ষেপের ওপর নির্ভর করে বসে থাকলে হবে না।।

 

তিনি বলেন, 'উচ্চ সংক্রামক এই ধরনগুলোর মোকাবিলায় আগে থেকে প্রস্তুতি নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তাতে আমাদের পদ্ধতিগত কোনো পরিবর্তন আনার প্রয়োজন নেই।'

প্রসঙ্গত, ভারতসহ বিশ্বের অন্তত ২৫টি দেশে এখন পর্যন্ত করোনার নতুন ধরন 'ওমিক্রন' শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করেছে ডব্লিউএইচও।

গত ২৪ নভেম্বর করোনার এই নতুন ধরন দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে দেশটির কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে নতুন এই ধরনটিকে 'বি.১.১.৫২৯' নামে ডাকা হচ্ছিল। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসের নতুন এ ধরনের নামকরণ করে 'ওমিক্রন' এবং একে 'উদ্বেগজনক' ধরন বলে চিহ্নিত করে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন