প্রীতিলতার শুটিংয়ে চট্টগ্রাম যাচ্ছেন পরীমনি

জিবি নিউজ 24 ডেস্ক //

আলোচিত চলচ্চিত্র নায়িকা পরিমনি ‘প্রীতিলতা’ শুটিংয়ে আগামী ১২ ডিসেম্বর চট্টগ্রাম। একমাস তিনি সেখানেই অবস্থান করবেন। শুটিং শেষ করে ঢাকায় ফিরবেন ১২ জানুয়ারি।

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে এবং রাশিদ পলাশের পরিচালনায় ‘প্রীতিলতা’র শুটিং শুরু হয়েছে আগেই। সিনেমার শেষ লটের শুটিং হবে চট্টগ্রামে।

 

‘প্রীতিলতা’ সিনেমাটির পরিচালক রাশিদ পলাশ আগামী ১২ ডিসেম্বর থেকে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে ‘প্রীতিলতা’ সিনেমার শেষ লটের শুটিং শুরু হচ্ছে। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। পরিমনি সিনেমার নাম ভূমিকায় অভিনয় করছেন, শেষ লটের শুটিংয়ে তার কাজই বেশি। তাই এই একমাস পরীমনিকে চট্টগ্রামে থাকতে হবে।

 

স্বদেশী অন্দোলনের কিংবদন্তি প্রীতিলতার জীবনকাহিনী নিয়ে ঐতিহাসিক এ সিনেমার শুটিং শুরু হয় গত বছর নভেম্বরে। প্রথম লটে রাজধানীর উত্তরা, তেজগাঁও এবং পুরান ঢাকায় সিনেমাটির শুটিং। সিনেমার প্রধান চরিত্রে পরীমনি ছাড়াও এতে আরও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা, আর এ রাহুল, রাজু খান, আফরিনা বুলবুল ও অন্যরা।

‘প্রীতিলতা’-তে প্রথমবার ঢালিউডের সিনেমায় গান করেছেন দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী কবীর সুমন। কস্টিউম ডিজাইন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন