চলে গেলেন সাবেক ক্রিকেটার এএসএম ফারুক

জিবিনিউজ 24 ডেস্ক //

না ফেরার দেশে পাড়ি জমালেন সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক ম্যানেজার এএসএম ফারুক (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সদা হাস্যোজ্বল এএসএম ফারুক ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করেন।

 

উল্লেখ্য, শামীম কবিরের নেতৃত্বে ঢাকায় ১৯৭৬ সালে এমসিসির বিপক্ষে তিনদিনের বেসরকারি টেস্ট ম্যাচে বাংলাদেশের যে দলটি অংশ নিয়েছিল, এএসএম ফারুক ছিলেন সেই দলের সদস্য।

তার নেতৃত্বেই ১৯৭৭-১৯৭৮ মৌসুমে প্রথম ঢাকা লিগের শিরোপা বিজয়ী হয় ঐতিহ্যবাহী মোহামেডান।

খেলোয়াড়ী জীবন শেষে বিভিন্ন সময় দেশের ক্রিকেট বোর্ডের উচ্চপদেও আসীন ছিলেন এএসএম ফারুক। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন