রোববার ব্যঙ্গচিত্র কর্মসূচি নিয়ে রাস্তায় নামবেন শিক্ষার্থীরা

জিবি নিউজ 24 ডেস্ক //

নিরাপদ সড়কের দাবিতে ও রাস্তায় চলমান অব্যবস্থাপনার বিরুদ্ধে লালকার্ড প্রদর্শন শেষে আবারও নতুন করে ব্যঙ্গচিত্র প্রদর্শন কর্মসূচি ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে লালকার্ড প্রদর্শনী কর্মসূচি শেষে এ নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

 

নতুন কর্মসূচি অনুযায়ী তারা আগামীকাল রোববার সড়ক অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মানববন্ধন করবেন।

আন্দোলনে নেতৃত্ব দেয়া খিলগাঁও মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, ‘আজকের মতো আমাদের কর্মসূচি এখানেই শেষ। আমরা আবার আগামীকাল (রোববার) দুপুর ১২টায় রামপুরা ব্রিজের ওপর মানববন্ধন করব।

তিনি বলেন, মানববন্ধনে আমরা সড়কের অব্যবস্থাপনার সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের প্রতিবেদন চিত্র প্রদর্শন করব। এছাড়া আমাদের অভিভাবকসহ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, আগামীকালের আমাদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করার জন্য।

বাস ভাড়া অর্ধেক করার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মাঝে গত সোমবার রাতে রামপুরায় অনাবিল পরিবহনের বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষা দেয়া এক ছাত্রের প্রাণ যায়।

এর আগে ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন নটর ডেম কলেজের এক ছাত্র।

এ ঘটনার পর নানা দাবিতে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে আন্দোলন করে শিক্ষার্থীরা। সড়ক দুর্ঘটনায় নিহতদের পেছনে যারা জড়িত, তাদের বিচারের পাশাপাশি শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিল বাস ভাড়া অর্ধেক করা।


মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন