জিবি নিউজ 24 ডেস্ক //
নিজের জন্মস্থানে ভারতের মুম্বাইয়ে ইতিহাস লিখে ফেললেন আজাজ প্যাটেল। বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট তুলে নিলেন তিনি। স্পর্শ করলেন জিম লেকার এবং অনিল কুম্বলের রেকর্ডকে। আজাজের আগে জিম লেকার এবং কুম্বলের টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে।
আজাজ প্যাটেলের রেকর্ডকে অভিনন্দন জানিয়েছেন সর্বশেষ ২২ বছর আগে দিল্লিতে ১০ নেয়ার কৃতিত্ব দেখানো ভারতীয় লেগস্পিনার অনিল কুম্বলে।
মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতের সবকটি উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল। টেস্টের প্রথম দিনে শুক্রবার (৩ ডিসেম্বর) চার উইকেট আর শনিবার (৪ ডিসেম্বর) সকালে আরো ছয় উইকেট তুলে নিয়েছেন তিনি।
ইতিহাস সৃষ্টির পর এজাজকে অভিনন্দন জানিয়ে টুইটারে কুম্বলে লিখেছেন, পারফেক্ট টেনের ক্লাবে তোমাকে (এজাজ) স্বাগতম। অসাধারণ বোলিং করেছ। টেস্টের প্রথম দুই দিনেই তুমি ১০ উইকেট নিয়েছো।
১৯৫৬ সালে ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার প্রথম রেকর্ড করেছিলেন ইংলিশ অফস্পিনার জিম লেকার। ৪৩ বছর পর ১৯৯৯ সালে দিল্লিতে পাকিস্তানের বিপক্ষে ইনিংসে ১০ উইকেট নেওয়ার রেকর্ড করলেন কুম্বলে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন