দক্ষিণ কোরিয়ায় করোনায় সংক্রমণ-মৃত্যুর রেকর্ড

জিবি নিউজ 24 ডেস্ক //

দক্ষিণ আফ্রিকায় প্রাণঘাতী করোনা সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। দেশটিতে নতুন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩৫২ এবং মারা গেছে ৭০ জন। এছাড়া আরো ৯ জনের দেহে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে।

শনিবার কোরিয়া ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন এজেন্সি (কেডিসিএ) এ তথ্য জানিয়েছে।

 

শুক্রবার সরকার এক ঘোষণায় জানিয়েছে, রেস্টুরেন্ট, সিনেমাহল এবং অন্যান্য স্থানে লোকজনকে অবশ্যই ভ্যাকসিন পাস দেখাতে হবে। রাজধানী সিওলে জনসমাগমের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একসঙ্গে ৬ জনের বেশি সমবেত হতে পারবেন না। আগে এই সংখ্যা ছিলো ১০।

এছাড়া রাজধানীর বাইরে আগে যেখানে ১২ জন সমবেত হতে পারতেন সেখানে এখন ১০ জন নির্ধারন করে দেওয়া হয়েছে। আগামী সোমবার (৬ ডিসেম্বর) নতুন এই বিধিনিষেধ কার্যকর হবে।

কেডিসিএ জানায়, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়তে শুরু করেছে। শুক্রবার গুরুতর ৭৫২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নতুন করে আরো তিনজনের দেহে ওমিক্রন শনাক্ত হওয়ায় এখন পর্যন্ত করোনার এই নতুন ধরনে আক্রান্তের সংখ্যা ৯য়ে দাঁড়িয়েছে। গত সপ্তাহে নাইজেরিয়া সফর শেষে দেশে ফেরার পর এক দম্পতির দেহে ওমিক্রন শনাক্ত হয়।

ওমিক্রনের সংক্রমণ কমিয়ে আনতে শুক্রবার ভ্রমণকারীদের জন্য ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ঘোষণা করা হয়। আগামী দুসপ্তাহ যেসব ভ্রমণকারী দক্ষিণ কোরিয়ায় ভ্রমণ করবেন তাদের অবশ্যই ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন