লন্ডনে ওয়ার্ক পারমিট ক্লাউড লিমিটেড এর পক্ষ থেকে তিনটি নতুন সফটওয়্যার উদ্বোধন করা

জিবি নিউজ 24 ডেস্ক //

ওয়ার্ক পারমিট ক্লাউড লিমিটেড এর পক্ষ থেকে তিনটি নতুন সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। শক্রবার পূর্ব লন্ডনের রিজেন্ট লেকের হল রুমে এটি উদ্বোধন করেন ডব্লিউপিসি’র পরিচালক ইমিগ্রেশন এডভাইজার লুৎফুর রহমান। তিনটি সফটওয়্যার হলো ডব্লিউপিসি লইয়ার, ডব্লিউপিসি এইচ আর ও স্কিল ওয়ার্কার রুট।

অনুষ্ঠানের লুৎফর রহমান তিনটি সফটওয়্যার প্রেজেন্টেশনের মাধ্যমে আগত অতিথিদের সামনে উপস্থাপন করেন। অনুষ্ঠানে সাংবাদিক, আইনজীবী, একাউন্টেন্ট ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডব্লিউপিসি লইয়ার সফটওয়্যারটি যেকোন ল ফার্মের জন্য। বিশেষ করে হোম অফিসের রেকর্ড, কর্মচারী রেকর্ড এবং ক্লায়েন্টদের রেকর্ড রাখতে সহায়তা করবে। এর মাধ্যমে যেকোনো সলিসিটর রেগুলেটরী অথরিটি, অফিস ফর ইমিগ্রেশন অ্যাডভাইজার ও চার্টার্ড ইনস্টিটিউট অফ লিগ্যাল এক্সিকিউটিভসহ ল ফার্ম ডব্লিউপিসি লইয়ার সফটওয়্যার থেকে সুবিধা নিতে পারবে।
এছাড়া ডব্লিউপিসি এইচ আর সফটওয়ারের মাধ্যমে যেকোনো ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান ব্যবহার করতে পারবে। এছাড়াও এই সফটওয়ারের মাধ্যমে হোম অফিসের লাইসেন্স পেতে সহায়তা সহ রক্ষণাবেক্ষণে সাহায্য করবে।

এছাড়া স্কিল ওয়ার্কার রুট সাইট যে কোনো টিয়ার ২ লাইসেন্স প্রতিষ্ঠানগুলো তাদের দক্ষ কর্মী খুঁজে বের করতে সহায়তা করবে।

প্রতিটি সফটওয়্যার মাসিক, ত্রৈমাসিক, বাৎসরিকভাবে কেনার সুযোগ রয়েছে। এছাড়াও যারা এই সফটওয়্যারগুলো ক্রয় করবেন তাদেরকে সব ধরনের টেকনিক্যাল সাপোর্টসহ ফ্রী ট্রেনিং এর ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে আগত অতিথিদের সফটওয়্যার সম্পর্কে নানা প্রশ্নের উত্তর দেন ইমিগ্রেশন এডভাইজার লুৎফুর রহমান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন