সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
সোহানুর রহমান সোহানকে সভাপতি ও ইলিয়াস হাসানকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য টাঙ্গাইল জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল সার্কিট হাউজে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য নেতাকর্মীদের উপস্থিতিতে এ কমিটির ঘোষণা দেন। ফলে দীর্ঘ একযুগ পর টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নেতৃত্বে এসেছে নতুন মুখ। এছাড়া জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাফিউল আলম মুকুলকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য করা হয়।
এর আগে সকালে শহরের পৌর উদ্যানে জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এমপি, ছানোয়ার হোসনে এমপি, আতাউর রহমান খান এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি, খন্দকার মমতা হেনা লাভলী এমপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এছাড়া সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ও স্থানিয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উদ্বোধণী বক্তৃতায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, 'দীর্ঘ দিন পর টাঙ্গাইল জেলা শাখা ছাত্রলীগের সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমি মনে করি এই সম্মেলন বিরাট সাফল্যমণ্ডিত হয়েছে আমাদের অভিভাবকবৃন্দের সহায়তার কারনে। তাই আজকের সম্মেলনে এতো মানুষের সমাগম হয়েছে। আপনারা জানেন দেশরত্ন শেখ হাসিনার নেতৃতে বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।'
জয় আরও বলেন, 'বাংলাদেশ ছাত্রলীগ করোনা মহামারীতে নিজের জীবন বাজি রেখে, নিজের জীবনকে তোয়াক্কা না করে, নিজের পরিবারের সদস্যদের কথা না ভেবে এদেশের শিক্ষার্থীদের পাশে থেকে এদেশের মানুষদের জন্য দিনরাত পরিশ্রম করেছে। এদেশের কৃষক যখন ধান কাটার জন্য কন লোক বা শ্রমিক পায়নি তখন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে।'
টাঙ্গাইল জেলা ছাত্রলীগ বর্তমান প্রজন্মকে একটি উদাহরণ দেয়ার মতো সম্মেলন উপহার দেওয়ার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, 'বাংলাদেশ ছাত্রলীগ এমন একটি সংগঠন যার নেতৃতে বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে সকল অর্জন সূচিত হয়েছে।'৪৭ এর দেশ ভাগের পর থেকে এই অসাম্প্রদায়িক চেতনার বাঙালি জাতিকে সাম্প্রদায়িকতার লেবাস লাগানোর জন্য ব্রিটিশদের রেখে যাওয়া বীজ দ্বিজাতি তত্ত্ব অর্থাৎ হিন্দুদের জাতির জন্য দেশ মুসলিম জাতির জন্য দেশ করে দিয়েছিলেন, কিন্তু বঙ্গবন্ধুর বাঙালি জাতির জন্য কোন দেশ তারা করে দিয়ে যায়নি। সেই বাঙালি জাতির জন্য দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন যাতে অসাম্প্রদায়িক চেতনার মানুষের হাতে বাঙ্গালির ভাগ্য নির্ধারণ হয়।'
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন