জিবি নিউজ 24 ডেস্ক //
উত্তর আফ্রিকার দেশ সুদানে সাম্প্রদায়িক সহিংসতায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় দারফুর এলাকায় রোববার আরবদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের রক্তক্ষয়ী সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।
এর আগে গত নভেম্বর মাসে দারফুর অঞ্চলে গরুরহাটে টানা কয়েক দিনের সংঘাতে ৩৫ জন নিহত হন।
দারফুরের উদ্বাস্তু ও শরণার্থীদের জেনারেল কোঅর্ডিনেশনের মুখপাত্র আদম রিগাল বলছেন, শনিবার রাতে পশ্চিম দারফুর প্রদেশের ক্রিন্ডিং আশ্রয়শিবিরে দুজন ব্যক্তির মধ্যে আর্থিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেই ঘটনা নিয়েই পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পশ্চিম দারফুর প্রদেশের ওই আশ্রয়শিবিরে মূলত উদ্বাস্তুরাই বসবাস করেন।
রিগাল জানান, শনিবার রাতের ওই ঘটনা নিয়ে রোববার খুব সকালে ওই ক্যাম্পে হামলা করে আরব শরণার্থীদের একটি গ্রুপ। পপুলার ডিফেন্স ফোর্স নামে পরিচিত ওই গ্রুপটি আশ্রয়শিবিরে আগুন ধরিয়ে দেয় এবং মালামাল লুট করে। এ ঘটনায় কমপক্ষে ৩৫ জন আহত হন।
প্রাদেশিক রাজধানী জেনেনা থেকে চার কিলোমিটার পূর্বে ওই আশ্রয়শিবিরটি অবস্থিত। এখানে আফ্রিকান মাসালিত উপজাতির সদস্যরা বসবাস করেন। দারফুর সংকটের কারণেই তারা ঘরবাড়ি হারিয়েছেন এবং ওই আশ্রয়শিবিরে বসবাস করছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন