জিবি নিউজ 24 ডেস্ক //
সাংবাদিক জামাল খাশোগিকে হত্যাকারী দলের সন্দেহভাজন এক সদস্যকে গ্রেপ্তার করেছে ফ্রান্স। মঙ্গলবার চার্লস ডি গল বিমানবন্দরের বাইরে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এএফপি।
বিচারবিভাগীয় ও বিমানবন্দর সূত্র জানিয়েছে, সন্দেহভাজন ওই হত্যাকারীর নাম খালিদ আলোতাইবি।
ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ও সৌদি নাগরিক জামাল খাশোগি স্বেচ্ছানির্বাসনে যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। সৌদি রাজপরিবারের তীব্র সমালোচক ছিলেন তিনি। ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভিতরে তাকে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, এই হত্যাকাণ্ডের পেছনে নির্দেশদাতা ছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন