জিবি নিউজ 24 ডেস্ক //
দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব ছুটি পাওয়ায় নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে ডাক পেলো জাতীয় লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক ফজলে মাহমুদ রাব্বি।
এর আগে ২০১৮ সালে ওয়ানডে সিরিজে সাকিবের বদলে দলে নেওয়া হয়েছিলো রাব্বিকে। জিম্বাবুয়ের বিপক্ষে তিনে নেমে দুই ম্যাচেই শূন্য রান করে সাজঘরে ফেরেন তিনি।
বুধবার (৮ ডিসেম্বর) নিউজিল্যান্ডের উদ্দেশে পাড়ি দিবে বাংলাদেশ টেস্ট দল। রাত ১টায় এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে দেশ ছাড়ার কথা দলের।
নতুন বছরের শুরুতেই নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে শুরু প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে শেষ টেস্ট ৯ জানুয়ারি থেকে।
নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে এখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। সাকিব ছাড়া সেই গেরো খোলা আরো কষ্টসাধ্য হতে চলেছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন