জিবি নিউজ 24 ডেস্ক //
ভারতের তামিল নাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। দূর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে জেনারেল বিপিন মারা যান।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ ভারতের তামিলনাড়ুর কানুরের কাছে গভীর জঙ্গলের ওপর ভেঙে পড়ে সেনার এমআই- ১৭ হেলিকপ্টারটি। ওই হেলিকপ্টারে বিপিন রাওয়াত ছাড়াও তার স্ত্রী, তার প্রতিরক্ষা সহযোগী, নিরাপত্তা কমান্ডো ও বিমান বাহিনীর সদস্যসহ মোট ১৪ জন ছিলেন।
দুর্ঘটনায় থাকা ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে তামিল নাড়ুর কুন্নুরের গভীর জঙ্গলে ওই দুর্ঘটনার পর সন্ধ্যায় তাদের মৃত্যুর খবর নিশ্চিত করে ভারতের বিমান বাহিনী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ ঘটনায় শোক জানিয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন