ওমিক্রন : ইংল্যান্ডে প্রতিদিন ১ হাজার রোগী হাসপাতালে ভর্তি হতে পারে, আশংকা

জিবি নিউজ 24 ডেস্ক //

ওমিক্রন ভাইরাসের কারনে ইংল্যান্ডে প্রতিদিন ১হাজারের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে।
সরকারী উপদেষ্টারা বলেছেন, অতিরিক্ত বিধিনিষেধ আরোপ না করা হলে ডিসেম্বরের শেষ নাগাদ ইংল্যান্ডে ওমিক্রন ভেরিয়েন্ট থেকে হাসপাতালে ভর্তির সংখ্যা কমপক্ষে প্রতিদিন ১,০০০ হতে পারে।

মঙ্গলবার অনুষ্ঠিত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টাদের একটি বৈঠকের ফাঁস হওয়ার পরবিবিসি দেখেছে এই সংখ্যাগুলো।

হাসপাতালে ভর্তির সামগ্রিক মাত্রা এখনও অনিশ্চিত, তারা বলে মনে করছেন বিজ্ঞানীরা

ভাইরাসের বিস্তার কমাতে জরুরি প্রদক্ষেপ বিবেচনা করার পক্ষে মতদেন তরা।

এদিকে বুধবার বিকালে প্রধান মন্ত্রী বরিস জনসন নতুন বিধি নিষেধ আরোপ করেছেন। এর মধ্যে রয়েছে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার, প্রয়োজনে ঘর থেকে কাজ করার নতুন আবারো চালু হচ্ছে।

ইতিমধ্যে, ওমিক্রন ভেরিয়েন্টের বিস্তার ব্যাপক হারে ঘটেছে। সরকার আরও বেশি মানুষকে বুস্টার ভ্যাকসিন দিতে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এদিকে, ব্রিটেনে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঘটার পর প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা বাড়ছে। এই অবস্থায় ব্রিটেনের করোনা বিশেষজ্ঞরা আসন্ন ক্রিসমাসের সময়ে প্রতিদিন ৯০ হাজার মানুষ করোনা সংক্রমিত হতে পারেন।

যুক্তরাজ্যে পূর্ব থেকেই সংক্রমণের শীর্ষে থাকা ডেল্টা ভ্যারিয়েন্ট এবং পরে আবার নতুন করে ওমিক্রন ভ্যারিয়েন্ট আসার পর গত কয়েক সপ্তাহ ধরে সংক্রমণ সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। ওমিক্রন ভ্যারিয়েন্ট আসার পর ব্রিটেনে করোনা সংক্রমণের শীর্ষ বিন্দুতে অবস্থান করছে।

যুক্তরাজ্য জুড়ে সংক্রমণ বৃদ্ধি এবং হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মকর্তারা দেশের স্বাস্থ্যখাত নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তারা বলছেন যে হারে হাসপাতালে রোগী বাড়ছে তাতে আর কিছুদিন গেলে সেখানে রোগীর ধারণ ক্ষমতা থাকবে না। ফলে বিপর্যয় ঘটতে পারে ব্রিটেনের স্বাস্থ্যখাতে। এছাড়া ওমিক্রনে আক্রান্ত হয়ে অনেক ডাক্তার এবং নার্স কর্মস্থলের বাইরে থাকছেন, ফলে স্বাস্থ্য খাতে লোকবল সংকট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন