সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের ঘৃণ্য মন্তব্যের প্রতিবাদে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং কুশপুত্তলিকা দাহ কর্মসূচী পালন করে বাংলাদেশ ছাত্রলীগ।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্যের রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। পড়ে সেখানে একটি সমাবেশ করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দরা। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি তানজিদুল ইসলাম শিমুল, তিলোত্তমা শিকদা্, ফরিদা পারভিন, আসাদুজ্জামান সোহেল, দেবাশীষ সিকদার সিদ্ধার্থ, খাদিজাতুল কুবরা, জেসমিন আরা রুমাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, 'বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে অবিলম্বে সেটি তাকে প্রত্যাহার করতে হবে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, অবিলম্বে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।'
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, আমাদের দেশনেত্রী শেখ হাসিনাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করলে বাংলাদেশ ছাত্রলীগ তাকে কখনো ছাড় দেবে না। সন্ত্রাসীদের সংগঠন বিএনপি নেতা আলাল যে কাজটি করেছে তার জন্য অতিদ্রুত তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।তাছাড়া বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলারা রায় গতকাল হয়েছে কিন্তু একই প্রতিষ্ঠানের দ্বীপ ও সানি হত্যা মামলার বিচার এখনো করা হয়নি। একই প্রতিষ্ঠানে কিভাবে দুই নীতি চলমান থাকে তা আমরা জানতে চাই। আবরারের মতো দ্বীপ, সানি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারুক হত্যার বিচার কার্যক্রমও অতিদ্রুত শুরু করার জন্য দাবি জানাচ্ছি। আমরা চাই অতিদ্রুত এর রায় হোক।'
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, 'আবরার হত্যা মামলার রায় হয়েছে। কিন্তু একই ক্যাম্পাসে আরিফ দ্বীপ, সনি হত্যার বিচার হয় নাই। আমরা অবিলম্বে এ হত্যার বিচার চাই।'
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন