‘আবার আমার পেজটা হ্যাক হয়েছে’-মাহিয়া মাহি

জিবি নিউজ 24 ডেস্ক //

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিয়মিতই দেখা যায় তাকে। কবিতা লেখা থেকে শুরু করে রান্না, বাইক চালানো, ফুলকপি ক্রয়সহ বিভিন্ন সময়ে আরও নানান ছবি দিয়ে ভক্তদের মাতিয়ে রাখেন তিনি।

কিন্তু মাহির ফেসবুক পেজটি সম্প্রতি হ্যাক হয়ে গেছে। শনিবার (২৮ আগস্ট) দুপুরে পেজ হ্যাকের খবরটি জানান এই নায়িকা। জানান, ‘আবার আমার পেজটা হ্যাক হয়েছে’। এর আগেও একাধিকবার ফেসবুক পেজ হারিয়েছিলেন এই নায়িকা।

 

এ প্রসঙ্গে মাহি বলেন, ‘গত রাত থেকেই আমার ভেরিফায়েড পেজটিতে আর ঢুকতে পারছি না। পেজ থেকে বাজে কোনো কিছু ছড়ালে কেউ যেন বিভ্রান্ত না হন।’

তিনি আরও বলেন, ‘আমি চেষ্টা করছি পেজটা উদ্ধারের। তা যদি না করতে পারি তাহলে থানায় জিডি করব। বুঝতে পারছি না আসলে হঠাৎ কী হলো।’

মাহিয়া মাহি এই মুহূর্তে ওয়েব সিরিজ ‘মাফিয়া’র শুটিংয়ে রয়েছেন। ২০১২ সালে ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মাহিয়া মাহির। তাকে সর্বশষ দেখা গেছে ‘নবাব এলএলবি’ সিনেমায়। বর্তমানে তার হাতে রয়েছে ‘স্বপ্নবাজী’, ‘আশীর্বাদ’, ‘আনন্দ অশ্রু’, ‘গোলাপতলীর কাজল’সহ বেশ কিছু সিনেমার কাজ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন