বিতর্কে ভালো ফল করার জন্য ড্রাগ নিচ্ছেন বাইডেন-বাইডেনের মাদক পরীক্ষার দাবি ট্রাম্পের

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে: যতই এগিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিনক্ষণ, ততই প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে বাড়ছে কাদা-ছোড়াছুড়ি। প্রধান দুই দলের নেতার বিতর্কের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এরই মধ্যে আবার ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, বিতর্কে ভালো ফল করার জন্য ড্রাগ নিচ্ছেন বাইডেন।

 

ফক্স অ্যান্ড ফ্রেন্ডস টিভি শোতে ট্রাম্প বলেন, আমার ধারণা, ডেমোক্র্যাটিক প্রেসিডেন্সিয়াল ডিবেটে ভালো করতে কোনো কিছু নিচ্ছেন বাইডেন। জবাবে এনবিসির মিডিয়া ডব্লিউএফএলএকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন ট্রাম্পকে ‘বোকা লোক’ বলে সম্বোধন করেন। বাইডেন বলেন, তিনি (ট্রাম্প) একটা বোকা লোক। তেমনি তার কথাবার্তাও বোকামিতে ভরা।

 

প্রাথমিক বিতর্ক আয়োজনে বাইডেনের দক্ষতাকে ভালো চোখে নিতে পারেননি ট্রাম্প। তার দাবি, বাইডেন কোনো দিনই বিতর্কে তেমন ভালো ছিলেন না। কারণ, ডেমোক্র্যাটরাই তার বিরুদ্ধে সরব হয়েছিল। তারাই বলেছিল, বিতর্ক করার যোগ্যতা বাইডেনের নেই। কিন্তু তারপরই বাইডেনের বিতর্কে ভালো ফল একেবারেই সুবিধার মনে হচ্ছে না ট্রাম্পের। এর মধ্যে অন্য কোনো পরিকল্পনা রয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প।

 

ট্রাম্প দাবি করেছেন, জো বাইডেনের বিতর্কে এই ভালো করা একেবারেই স্বাভাবিক নয়। নিশ্চয় বাইডেন কোনো মাদক নিচ্ছেন। তাই তার মাদক পরীক্ষা করানো দরকার।

 

আগামী ২৯ সেপ্টেম্বর শুরু হবে প্রেসিডেন্ট পর্যায়ের বিতর্ক। আগামী ১৫ ও ২২ অক্টোবর প্রেসিডেন্ট প্রার্থীদের আরো দুটি বিতর্ক অনুষ্ঠিত হবে। এই তিনটি ছাড়াও ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে একটি বিতর্ক অনুষ্ঠিত হবে আগামী ৭ অক্টোবর।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন