বিমানবন্দর সড়কে চলন্ত গাড়িতে আগুন

জিবি নিউজ 24 ডেস্ক //

রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দর বলাকা ভবনের সামনে একটি পাজেরো গাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় পুরো গাড়িটি পুড়ে যায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো ঘ ১১-০৩১১ গাড়িটিতে মুহূর্তের মধ্যে তীব্র আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে পথে চলাচলরত পরিবহন যাত্রীরা আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই গাড়িটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বলেন, ওই গাড়িটিতে প্যানাসনিকের এজিএম (সেলস) মো. ওয়াসিম ও এর চালক ছিলেন। তাঁরা খিলক্ষেত থেকে উত্তরার দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ গাড়িটি বন্ধ হয়ে যায়। একবার স্টার্ট দেওয়ার পর আবারও বন্ধ হয়ে যায়। দ্বিতীয়বার স্টার্ট দেওয়ার সময় ইঞ্জিনের সামনে থেকে আগুন ধরে যায়। এতে তাঁরা দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন। কিন্তু কারো ক্ষতি না হলেও গাড়িটি রক্ষা করা যায়নি। গাড়িটি উদ্ধার করে বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয়।

অগ্নিকাণ্ডের বিষয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, বিমানবন্দরে পাজেরো গাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। যান্ত্রিক ত্রুটির কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলেও তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন