মৌলভীবাজারে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের উদ্যোগে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস পালিত

স্টাফ রিপোর্টার॥

মৌলভীবাজারে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের উদ্যোগে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস-২০২১ পালিত হয়েছে। ৯ ডিসেম্বর বৃহস্পতিবার “উচ্চ পর্যায়ে দুর্ণীতি বন্ধ হলে, দেশে দুর্ণীতি কমবে”। “আপনার অধিকার, আপনার দায়িত্ব, দুর্ণীতিকে না বলুন,” এই শ্লোগান নিয়ে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক এর কার্যালয় এর সামন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন- মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব এড. মোঃ মাহবুবুল আলম শামীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ এর সঞ্চালনায় বর্ণাঢ্য র‌্যালী শেষে দিল্লী রেস্টুরেন্ট এর হল রুমে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, মৌলভীবাজার এর পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, ইসলামি ফাউন্ডেশন এর সহকারী পরিচালক মোঃ আনোয়ারুল কাদির, জেলা তথ্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, তৃণমূল নারী উদ্যেক্তা সোসাইটি (গ্রাসরুটস) জেলা শাখার সভাপতি ও সমাজকর্মী শ্যামলী সুত্রধর,৭নং চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী জাহেরুল ইসলাম ভ্রমর, বিশিষ্ট কবি ও লেখক পুলক কান্তি ধরসহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাফর ইকবাল, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সাংবাদিক দুরুদ আহমদ, সহ-সভাপতি শেখ ফয়েজ আলী, সাংগঠনিক সম্পাদ চিনু রঞ্জন তালুকদার, সাংবাদিক এড. স্বপন দেব, এ,বি,এল এ সভাপতি মোঃ তাওহীদ ইসলাম, মবশ্বির আলী, এড. বিল্লাল হোসেন, মোঃ আব্দুল বারিছ, মাওঃ শরীফ আহমদ, এম.এ রহিম, রফিকুল হোসেন চৌধুরী, আলো রানী দেব, মোঃ আললা হেসেন, মোঃ মঞ্জুর আলম, সাংবাদিক এ.কে অলক, মোঃ সাইফুল ইসলাম, মনি রায়, সাংবাদিক নাছরিন আক্তার প্রিয়া, শাহ মোঃ ফজলুর রহমান, সৈয়দ মোজ্জেম আলী, মোঃ মঈনুল হক, জাহেদুল ইসলাম পাপ্পু, মোঃ আব্দুল মুহিত,শেখ সোহেল হাকিম, চৌধুরী মোহাম্মদ মেরাজ, মোঃ বুল বুল আহমদ (বুলু), নয়ন দেব, ইকবাল হোসেন পাবেল, মোঃ গোলাম কিবরিয়া, সৈয়দ রেদওয়ান আলী, মোঃ রফিকুল ইসলাম, মোঃ শামসুল ইসলাম, সাংবাদিক মাসুদ আলম চয়ন, সালাউদ্দিন প্রমুখ। এছাড়াও বিভিন্ন পেশাজীবি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ও আমাদের সংগঠনের সম্মানিত সদস্য বৃন্দ সমূহ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে, দেশ ও জাতির কল্যাণ এবং সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মরণোত্তর মোঃ ইয়াওর খান, সহ-সভাপতি মৌলানা মতিউর রহমান, মোছা ঃ সাফিয়া বেগম, মোঃ বেলাল আহমদ ও সিনিয়র সদস্য মোঃ লুৎফুর রহমান ( শামীম) এর জন্য বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন