জিবি নিউজ 24 ডেস্ক //
বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘ইভ্যালির’ কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে সাদ স্যাম রহমান নামের ইভ্যালির এক গ্রাহক সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা তাহসান তাকে আসামী করার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, তিনি প্রতিষ্ঠানটি ব্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে থাকার চুক্তি বাতিল করছেন। তাকে হয়রানি করতেই মামলার আসামী করা হয়েছে। দেশে ফিরে এ বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা নিবেন। প্রয়োজনে মানহানির মামলা করবেন।
ধানমন্ডি থানায় গত ৪ ডিসেম্বর মামলার আভিযোগে ওই গ্রাহক উল্লেখ করেন, ইভ্যালির সঙ্গে তাহসান, মিথিলা ও ফারিয়ার মতো সেলিব্রিটিরা সম্পৃক্ত থাকায় তিনি লেনদেনে অনুপ্রাণিত হয়েছেন। মামলার তদন্তের নথি সম্প্রতি রাজধানীর ধানমন্ডি থানায় এসেছে।
একটি কনসার্টে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন তাহসান। সেখান থেকে গণমাধ্যমকে তিনি জানান, বিষয়টি নিয়ে এরই মধ্যে তিনি দেশের কয়েকজন আইনজীবীর সঙ্গে কথা বলেছেন।
তাহসান বলেন, ইভ্যালির সঙ্গে গত মে মাসে আমি চুক্তি বাতিল করি। চুক্তি অনুযায়ী আমার বিজ্ঞাপন কররার কথা ছিল। কিন্তু আমি বিজ্ঞাপন করিনি। এর আগে দুটো লাইভ করে অনেক কমপ্লেইন পেয়েছি, আমার কাছের মানুষেরা কমপ্লেইন করেছে। যার ফলে আর অগ্রসর হইনি। চুক্তি বাতিল করেছি।
তিনি আরও বলেন, একজন প্রচারক কখনো প্রতিষ্ঠানের সামগ্রিক দায়ভার নেবেন না। সারাবিশ্বে লাখ লাখ প্রতিষ্ঠানের লাখ ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছে। তারা তো ওইসব কম্পানির সমস্ত দায়ভার নিয়ে বসে নেই। কম্পানির যখন সমস্যা দেখা যাবে তখন সরে আসবে। প্রচারণার দায়িত্ব পালন করা কোনোভাবেই অপরাধী হতে পারে না।
প্রয়োজনে মানহানি মামলা করবেন জানিয়ে তাহসান বললেন, গত ৭ মাস ধরে মানসিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আর কিছু পত্রিকার চটকদার শিরোনাম দেখে অবাক হয়েছি। এ মামলার পেছনে কোনো উদ্দেশ্য আছে কি না জানি না। একটা মামলা হয়েছে সেটার তদন্ত চলছে। তদন্ত করে যদি আমাদের দোষ না পাওয়া যায় তাহলে আমাদের তো কোনো সমস্যা হবে না। আর তদন্ত করে পেলে তখন যেটা আইনত হবে তাই হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন