বুরকিনা ফাসোয় বন্দুকধারীদের হামলায় নিহত ১৪

জিবি নিউজ 24 ডেস্ক //

বুরকিনা ফাসোয় বন্দুকধারীদের হামলায় সরকার সমর্থিত বাহিনীর ১৪ সদস্য নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (১০ ডিসেম্বর) দেশটির উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। দেশটির বিরোধীদল ও সুশীল সমাজ বারবার নিরাপত্তা ইস্যুতে সরকারের ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেছেন।

 

দেশটির সরকার এক বিবৃতিতে জানায়, বন্দুকধারীরা টিটিও শহর থেকে ১০ কিলোমিটার দূরে সরকার সমর্থিত বেসামরিক বাহিনীর ওপর হামলা চলায়। নিহতরা বুরকিনা ফাসোর হোমল্যান্ড ডিফেন্স ভলান্টিয়ার্সের সদস্য। স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীদের নির্মূল করতে সরকার তাদের সহায়তা করছে। জানা গেছে, সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে আইএস ও আল-কায়দার সঙ্গে সম্পর্ক রয়েছে। প্রতিবেশী দেশ মালি ও নাইজারেও গোষ্ঠীটি সক্রিয়।

আফ্রিকার এ দেশটিতে গত মাসে আল-কায়দার সঙ্গে সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪৯ সেনা ও চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে এরই মধ্যে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালোনা করছে দেশটির সেনাবাহিনী।

বুরকিনা ফাসো ও নাইজারের সেনাবাহিনী জানিয়েছে তাদের যৌথ অভিযানে সীমান্ত এলাকায় ১০০ সন্ত্রাসী নিহত হয়েছেন। তাছাড়া আটক করা হয়েছে ২০ সন্দেহভাজনকে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন