জিবি নিউজ 24 ডেস্ক //
করোনার নতুন ধরন ওমিক্রন অতিসংক্রামক হলেও এর আরেকটি ধরন ডেল্টার চেয়ে দুর্বল। বুধবার (৮ ডিসেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস এ খবর নিশ্চিত করেন।
বিজ্ঞানীরা জানান, করোনার আগের ধরনগুলোতে সংক্রমিত ব্যক্তি বা টিকা নেওয়া ব্যক্তিদের সহজেই সংক্রমিত করতে পারে ওমিক্রন। তবে ওমিক্রনে সংক্রমণের প্রভাব অন্য ধরনগুলোর তুলনায় মৃদু। খবর আল জাজিরার।
গেব্রেইয়েসুস জানান, দক্ষিণ আফ্রিকা থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে দেখা গেছে করোনার নতুন ধরন ওমিক্রনে পুনঃসংক্রমণের হার বেশি। কিন্তু ডেল্টা ধরনের তুলনায় এতে অসুস্থতার মাত্রা মৃদু।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন