মালয়েশিয়ায় ফের শুরু হচ্ছে বাংলাদেশি কর্মী নিয়োগ

জিবি নিউজ 24 ডেস্ক //

বাংলাদেশ থেকে আবারও মালয়েশিয়ায় কর্মী নিয়োগে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের (এমওইউ) প্রস্তাবে অনুমোদন দিয়েছে দেশটির সরকার।

শুক্রবার (১০ ডিসেম্বর) মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বার্তা সংস্থা বারনামার বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

 

এ বিষয়ে মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানানের সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ একটি চুক্তিতে সই করবেন শিগগিরই। চুক্তি হওয়ার সঙ্গে সঙ্গে দেশটিতে বাংলাদেশি কর্মী প্রবেশ শুরু হবে।

মালয়েশিয়ায় রাবার বাগান, কৃষি, শিল্প, সেবা, খনি ও পাথর আহরণ, নির্মাণ ও গৃহস্থালি সেবাসহ বিভিন্ন খাত বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করা হবে। শুধু রাবার বাগানে বিদেশি কর্মী নিয়োগের আগের সিদ্ধান্ত পরিবর্তন করে সব খাত উন্মুক্ত করার প্রস্তাবও সরকার অনুমোদন দিয়েছে বলে বলে জানিয়েছেন দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানান।

একই সঙ্গে তিনি করোনা মহামারির মধ্যে কোয়ারেন্টিনসহ সকল স্বাস্থ্য বিধি মানার ক্ষেত্রে কোনো আপস করা হবে না বলে মালয়েশিয়ার মন্ত্রী সতর্ক করেছেন।

বর্তমানে মালয়েশিয়ায় ৬ লাখের মতো বাংলাদেশি কাজ করছেন। তাদের কাছ থেকে গত অর্থ বছরে ১২৩ কোটি ১৩ লাখ ডলার রেমিটেন্স এসেছে।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে করোনাভাইরাস মহামারী শুরু হলে প্রবাসে থাকা অনেক শ্রমিকের মতো মালয়েশিয়া থেকেও ফিরে আসেন অনেক বাংলাদেশি। এখনও তাদের ফেরার কোনো সুরাহা হয়নি। মালয়েশিয়া তার দেশের নাগরিক ছাড়া অন্য কাউকে বাংলাদেশ থেকে নিচ্ছে না।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন