বুস্টার ডোজ শুরু ১০ দিনের মধ্যেই: স্বাস্থ্যমন্ত্রী

জিবি নিউজ 24 ডেস্ক //

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে বয়স্কদের করোনা টিকার বুস্টার ডোজ দিচ্ছে। আমরাও বয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনার যারা তাদেরকে আমরা বুস্টার ডোজ দেব। ১০ দিনের মধ্যেই বুস্টার ডোজ দেওয়া শুরু হবে বলে আশা করছি।

শনিবার রাজধানীর শেরে বাংলা নগরের ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

সুরক্ষা অ্যাপের মাধ্যমেই বুস্টার ডোজের নিবন্ধন করা হবে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে অ্যাপটাকে আপডেট করার কাজ চলছে। শিগগিরই এর কাজ শেষ হয়ে যাবে। জাতীয় পরামর্শক কমিটির অনুমোদন পেলে বুস্টার ডোজের ঘোষণা দেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার শারীরিকভাবে স্বাভাবিক আছেন। তাদের কারো কোনো ধরনের জটিল উপসর্গ নেই। যারা তাদের সঙ্গে ছিল বা সংস্পর্শে এসেছে, সবার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সবাই ভালো আছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওই দুই নারী ক্রিকেটারের চিকিৎসায় যা যা দরকার সেগুলো ব্যবস্থা করা হয়েছে, মাঝে মাঝেই তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখা হচ্ছে। আক্রান্তদের পুরোপুরি সেরে উঠতে হয়তো কিছু দিন সময় লাগবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন