জিবি নিউজ 24 ডেস্ক //
চার হাত এক হয়ে গিয়েছে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের। সম্পর্কের নতুন পর্যায়ে যথেষ্ট খুশি দুজনেই। তবে এর শুরু কোথায় জানা আছে?
বি-টাউনে কান পাতলেই শোনা যাবে, এদিক-ওদিকের সব খবর যাদের ঝুলিতে থাকে তাদের মধ্যে একজন- পরিচালক প্রযোজক করণ জোহর। তার কাছে নাকি বলিউডের কোনে কিছুই অজানা নয়। শোনা যায়, ভিকি ও ক্যাটের সম্পর্কের পেছনেও তার হাত রয়েছে!
কফি উইথ করণ শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাটরিনা। এমনই কথার মাঝে বলে বসেন ভিকির সঙ্গেই পরবর্তীতে কাজ করতে চান তিনি এবং দুজনকেই নাকি একসঙ্গে দারুণ মানাবে।
সুযোগের সৎ ব্যবহার করেই পরবর্তীতে করণ এই প্রসঙ্গে যেইমাত্র ভিকিকে বলেন, উত্তর দেওয়ার বদলে সোফায় উচ্ছাসে লুটিয়েই পরে যান ভিকি। এমনকি তিনিও ক্যাটরিনার সঙ্গে কাজ করতে চান বলেও ইচ্ছা প্রকাশ করেন।
অনেকেরই এমন বক্তব্য দুজনে কোনোদিন একসঙ্গে কাজ করেননি, তারপরেও এই সম্পর্কের শুরু ঠিক কীভাবে? গুজব এমনই, গল্পের নতুন মোড় করণের শো থেকেই। তবে এরপর নানা আওয়ার্ড অনুষ্ঠান হোক কিংবা বলিউডের কোনো উৎসব দুজনকে অনেকবারই একসঙ্গে দেখা গিয়েছে। প্রকাশ্যে নিজেদের সম্পর্কে মুখ খুলতে দুজনেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন না।
প্রসঙ্গত, একটি চিট-চ্যাট অনুষ্ঠানের মাধ্যমে তারা একে অপরের অনেক কাছে আসেন, একসঙ্গে বেশ কিছু সময় গল্প করেন, দুজন দুজনের খোঁজ নেন, পছন্দ অপছন্দ নিয়েও বেশ কিছুক্ষণ কথোপকথন চলে।
সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সাত পাকে বাঁধা পড়েন বলিউডের ‘লাভ বার্ড’ ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্টে ধুমধাম করে বিয়ে করেন তারা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন