জিবি নিউজ 24 ডেস্ক //
রাজধানীর শ্যামপুর জুরাইনে অবস্থিত আদ্ব-দিন হাসপাতালের পাশের একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
রবিবার ( ১২ ডিসেম্বর) রাত ১২ টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১১.৫৫ মিনিটে সংবাদ পেয়ে পাঁচ মিনিটের ভেতরে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। ইতোমধ্যে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাত সাড়ে বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের পর ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আশে পাশের ভবনের বাসিন্দাদের দূরে সরিয়ে নেয়া হয়েছে। ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে ঘটনাস্থলে রয়েছে শ্যামপুর থানা পুলিশ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন