জিবি নিউজ 24 ডেস্ক //
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রায় তিন সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া। এরপর খুব দ্রুত দেশে দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। ওমিক্রনকে ছোঁয়াচে ও কম ঝুঁকিপূর্ণ বলা হলেও এতে আক্রান্ত হয়ে প্রথম প্রাণহানি ঘটেছে যুক্তরাজ্যে। এর মধ্য দিয়ে ওমিক্রনে প্রথম মৃত্যু দেখল বিশ্ব।
সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এই ভ্যারিয়েন্টে দেশটিতে প্রথম একজন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। পশ্চিম লন্ডনের প্যাডিংটনের কাছে একটি টিকাদান ক্লিনিক পরিদর্শনে গিয়ে বরিস জনসন বলেছেন, দুঃখজনকভাবে ওমিক্রন লোকজনকে হাসপাতালে ভর্তি হতে বাধ্য করছে। দেশে ওমিক্রনে আক্রান্ত একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
যুক্তরাজ্যে গত ২৭ নভেম্বর প্রথম ওমিক্রন শনাক্ত হয়। এপরিস্থিতিতে জনসন আরো কঠোর বিধি-নিষেধ আরোপ করেন। সেই সঙ্গে রোববার স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে বুস্টার শট নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, করোনভাইরাসের ওমিক্রন রূপটি দ্রুত ছড়িয়ে পড়ছে। এখন লন্ডনে প্রায় ৪০ শতাংশ সংক্রমণের জন্য এটিই দায়ী। তিনি স্কাই নিউজকে বলেন, এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। যা আমরা আগে কখনো দেখিনি। প্রতি দুই থেকে তিন দিনে সংক্রমণ দ্বিগুণ হচ্ছে। তার মানে আমরা সংক্রমণের জোয়ার-ভাটার মুখোমুখি হচ্ছি। আমরা আবারও ভ্যাকসিন ও ভাইরাসের প্রতিযোগিতায় সামনে দাঁড়িয়ে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন